নাদালকে হারিয়ে সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন জোকোভিক


রবিবার,২৭/০১/২০১৯
523

বাংলা এক্সপ্রেস---

প্রত্যাশা মতোই ফলাফল। রাফায়েল নাদালকে হারিয়ে সপ্তমবারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিক। ফাইনাল শুরু হওয়ার আগে জোকোভিকই অস্ট্রেলিয়ান ওপেন জেতার জন্য ফেভারিট ছিলেন।জোকোভিক নাদালকে ৬-৩, ৬-২, ৬-৩ তে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেন।

নাদাল চোটের কারণে অনেক দিন ধরে টেনিসের বাইরে ছিলেন। সুতরাং অস্ট্রেলিয়ান ওপেন নাদালের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু তিনি ফাইনালে উঠেও খেতাব জিততে পারলেন না। অন্যান্য বারের মত বারের মতো এবারেও জোকোভিকের কাছে হারলেন।

পুরুষদের মধ্যে সবথেকে বেশি গ্র্যান্ডস্লাম জেতার রেকর্ড রজার ফেডেরারের, ২০টি। ১৭ টি গ্র্যান্ডস্লাম জিতে দ্বিতীয় স্থানে আছেন নাদাল এবং ১৫টি গ্র্যান্ডস্লাম জিতে তৃতীয় স্থানে উঠে এসেছেন নোভাক জোকোভিক। জোকোভিকের কাছে ফেডেরারের রেকর্ডও অসুরক্ষিত। ফেডেরারের বয়স এখন ৩৭, এই বয়সেও তিনি টেনিস খেলছেন, অন্যদিকে জোকোভিকের বয়স মাত্র ৩১। সুতরাং তাঁর কাছে এখন লম্বা সময় পড়ে আছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট