আজ ফিরতি ডার্বি, বাড়ছে উত্তাপ মহারণের জন্য প্রস্তুত দুই পক্ষই


রবিবার,২৭/০১/২০১৯
614

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ আজ ফিরতি ডার্বি, বাড়ছে উত্তাপ মহারণের জন্য প্রস্তুত দুই পক্ষই।আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তার পরই আই লিগের ফিরতে লেখে খেলতে নেমে পড়বে ইস্টবেঙ্গল-মোহনবাগান।দুই দলকে ঘিরে উত্তেজনা পারদ চড়ছে তরতরিয়ে। সারা হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টিকিটের চাহিদাও বাড়ছে হুহু করে। তৈরি হচ্ছে নতুন নতুন স্লোগান। রবিবার শীতের দুপুরে গোটা শহরের সব রাস্তা যে গিয়ে মিশবে ওই যুবভারতী ক্রীড়াঙ্গনেই তা নিয়ে কোনও সংশয় নেই। বদলা নিতে মুখিয়ে বাগান।লীগের দৌড়ে টিকে থাকতে মরিয়া মশাল ব্রিগেড। রবিবারে কলকাতা মেতে উঠেছে ডার্বির মেজাজে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট