বিশ্বের প্রথম বিলাসবহুল মহাকাশ হোটেল, অররা স্টেশন


শনিবার,২৬/০১/২০১৯
990

বাংলা এক্সপ্রেস---

বিশ্বের প্রথম বিলাসবহুল মহাকাশ হোটেল, অররা স্টেশন, বৃহস্পতিবার প্রথমবার উন্মোচন করা হয়। মার্কিন ভিত্তিক স্পেস প্রযুক্তি স্টার্ট আপ অরিয়ন স্প্যান দ্বারা বিকাশকৃত, সম্পূর্ণ মডুলার স্পেস স্টেশন ১ দিনের স্পেস ভ্রমণের জন্য দুই ক্রু সদস্যদের সহ একযোগে ছয় জনকে হোস্ট করবে।

২0২২ সালে অররা স্টেশন লঞ্চ হওয়ার সাথে সাথে, এটি প্রথম অতিথিদের স্বাগত জানানোর পরিকল্পনা করেছে। গত বছরের এক বিবৃতিতে অরিয়ন স্প্যানের সিইও ও প্রতিষ্ঠাতা ফ্রাঙ্ক বুংগার বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সবার কাছে স্থানটি গ্রহণযোগ্য করা।”

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট