৪২ এ ৪২ তৃণমূল : সুদীপ বন্দ্যোপাধ্যায়


শনিবার,২৬/০১/২০১৯
724

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ১৯-র ঐতিহাসিক ব্রিগেড – তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা কর্মীদের উদ্দ্যেশে সুর বেঁধে দিয়েছেন ৪২ এ ৪২। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রেই জোড়াফুলের প্রার্থীরা জয়ী হবেন বলে ঘোষনা তাঁর। সেই সুরেরই প্রতিধ্বনি শোনা গেলে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও।

কলকাতার ৫২ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানালেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে বেশি সময় দেওয়ার কোন প্রয়োজন নেই। তৃণমূলের বিকল্প নেই। রাজ্যের ৪২ টি কেন্দ্রই তৃণমূলের দখলে যাবে। এপিজে আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্থানীয় সাংসদ সুদীপবাবু।

৫২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে দুঃস্থ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে সেলাই মেশিনও বিলি করা হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা, কাউন্সিলর সন্দীপন সাহা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট