সাধারণতন্ত্র দিবসের প্যারেডে এবারই প্রথম আজাদ হিন্দ ফৌজ


শনিবার,২৬/০১/২০১৯
591

বাংলা এক্সপ্রেস---

বিশেষ প্রতিবেদন,বাংলাএক্সপ্রেস:এবারেই প্রথম সাধারণতন্ত্র দিবসের প্যারেডে ওঁরা।ওঁদের প্রত্যেকের বয়স প্রায় শতাব্দী ছুঁই ছুঁই।আজ দিল্লীর রাজপথে সেনাবাহিনীর কুচকাওয়াজে অংশ নেবেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি(আইএন এ)অর্থাৎ আজাদ হিন্দ ফৌজের সদস্যরা।নেতাজি সুভাষ চন্দ্র বসুকে বিশেষ সম্মাননা জানাতে এই উদ্দোগ কেন্দ্রের।আইএন এর সদস্যদের সবার বর্তমান বয়স ৯৫ এর বেশি।জিপে বসে তাঁরা দিল্লির প্যারেডে অংশ নেবেন।১৯৪২ সালে গঠিত হয়েছিল ইন্ডিয়ান ন্যালনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজের।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে দেশের স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নামেন ফৌজের সেনানিরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট