রহস্যে ঘেরা তুরস্কের বুর্জ আল বাবাস


শুক্রবার,২৫/০১/২০১৯
975

বাংলা এক্সপ্রেস---

শনাক্তকরণের সারি, প্রাসাদ ভাঙা ভবন, ঘূর্ণায়মান পাহাড় ও বনভূমি দ্বারা ঘেরা। এটা কোনো সিনেমা নয়, এটি সত্যি। এই ভবনের সব ঘর গুলো খালি, যা দেখে এটাকে গা ছমছমে একটি ভুতের শহর বলে মনে হবে। শহরটির নাম বুর্জ আল বাবাস। এটি হ’ল ২০০ মিলিয়ন ডলারের হাউজিং ডেভেলপমেন্ট, যেটি উত্তর-পশ্চিম তুরস্কের মুদুরুর কাছে ইস্তানবুল ও আঙ্কারার মাঝামাঝি অবস্থিত। এটি তৈরী করার ভার নিয়েছিল শরৎ পোপার্টি। শরৎ পোপার্টি আর্থিক সঙ্কটে পড়ায়, এটি বানানো বন্ধ হয়ে যায়।

বুর্জ আল বাবাস প্রাথমিকভাবে ২০১৪ সালে উন্নয়ন শুরু করে। পারস্য উপসাগরীয় ধনী ব্যাবসায়ীদের প্রথম থেকেই এই দুর্গের প্রতি নজর ছিল। ধারণা ছিল পারস্য উপসাগরীয় ধনী ব্যাবসায়ীরা এটিকে আত্মসাৎ করবে। শেষ পর্যন্ত কিছু বিক্রি হয় এবং কিছু ঐভাবে থেকে যায়।

বিকাশকারীরা নির্ধারিত করেছেন যে কোনও পরিবর্তন বহির্ভূত নির্মানের অনুমতি দেওয়া হবে না – যা প্রতিটি সম্পত্তির অভিন্ন প্রকৃতির ব্যাখ্যা করে। একটি শপিং সেন্টার, তুর্কি স্নান, সিনেমা এবং ক্রীড়া সুবিধা নির্মাণের পরিকল্পনা ছিল।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট