পশ্চিম মেদিনীপুর: ঘাটাল উৎসব ও শিশু মেলায় অাগুন লাগে তারপর গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। জানা গেছে, দুপুর ১.২০ নাগাদ ঘাটাল মেলার অানন্দ মেলাতে ঘাটাল কলেজের নিবেদিতা হস্টেলে নাগরদোলার তাঁবুতে রান্না চলছিল সেই সময় হঠাৎ আগুন লেগে যায়। আগুনের পর রান্না করার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। তারপর দাউ দাউ করে অাগুন জ্বলতে থাকে, অাগুনের লেলিহান শিখা গিয়ে পড়ে পাশের বাড়িতে।
সামনে থাকা কেবল তারেও অাগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দা ও মেলা কমিটির স্বেছাসেবকরা জল দিয়ে অাগুন নেভানোর ব্যবস্থা করে। দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে জল দিয়ে অাগুনকে নিয়ন্ত্রন করে।ঘাটাল পৌরসভার চেয়ারম্যান ও মেলা কমিটির কর্মকর্তা বিভাস ঘোষ বলেন, সিলিন্ডার বিস্ফোরণ করে একটা দুর্ঘটনা ঘটেছে, তবে কিছু হয়নি। অাগুন নিভিয়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা নেওয়া হছে। ঘাটাল উৎসব ও শিশু মেলার মেলা প্রাঙ্গনে যত্রতত্র সিলিন্ডার ব্যবহার করে চলছে রান্না। চারিদিক ঘেরা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠান চলাকালীন যদি কোনো বিপদ হয় তার দায় কে নেবে এই নিয়ে প্রশ্ন উঠেছে।