আগামী ৩ ফেব্রুয়ারি ব্রিগেডের মাঠ কানায় কানায় ভরিয়ে তুলতে মরিয়া বাম নেতৃত্ব। কলকাতা সহ জেলায় জেলায় শীর্ষ বাম নেতারা তারই প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে। তবে ওই দিনের সমাবেশের চমক কি থাকছে কিংবা বক্তা তালিকায় কারা থাকছেন তা নিয়ে এখনই কিছু প্রকাশ্যে আনতে চাইছেন না আলিমুদ্দিনের কর্তারা।
এমনকি বামফ্রন্ট এবং বাম সহযোগী দলের বাইরের কোন দলকে ব্রিগেডের মঞ্চে ডাকা হচ্ছে কিনা তা নিয়েও গোপনীয়তা বজায় রেখে চলেছেন তাঁরা। যথা সময়েই ব্রিগেডের সমাবেশ নিয়ে বিস্তারিত জানানো হবে বলে বুধবার জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তৃণমূলের ব্রিগেড নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি বর্ষীয়ান এই বাম নেতা।
তিনি বলেন, ব্রিগেডে রাজনৈতিক সমাবেশই করবেন তাঁরা। আর যাঁরা আসবেন শুনতেই আসবেন, পিকনিক করে ঘরে ফিরে যাবেন না। তৃণমূলের ব্রিগেড সমাবেশে বিজেপি বিরোধী দেশের তাবড় তাবড় রাজনৈতিক নেতারা উপস্থিত হয়েছিলেন। বামেদের নীচু তলা থেকে ইতিমধ্যেই দাবি উঠতে শুরু করেছে ৩ ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশে কানাহাইয়া কুমারের মত তরুণতুর্কিকে বক্তার তালিকায় রাখার। অবশ্য এনিয়ে এখনও নীরব বাম নেতৃত্ব।