স্টেশন মাস্টারের ভুলে মাঝের লাইনে ট্রেন, দাসনগর স্টেশনে রেল অবরোধ


বৃহস্পতিবার,২৪/০১/২০১৯
519

আক্তারুল খাঁন---

হাওড়া: স্টেশন মাস্টারের বড় ভুলে বিপত্তি।গ্যালপিং ট্রেন ভেবে মাঝের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো লোকাল ট্রেনকে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে জখম হন বেশ কয়েকজন যাত্রী। প্রতিবাদে হাওড়া দাসনগর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ যাত্রিদের। যার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বহু দূরপাল্লার ট্রেন।রেল সূত্রে খবর বৃহস্পতিবার সকালে খড়গপুর হাওড়া লোকালকে গ্যালপিং ভেবে ভুল করেন স্টেশন মাস্টার।

অভিযোগ, স্টেশনে না দাঁড়িয়ে মাঝের লাইনে থেমে যায় ট্রেন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী জখম হন। এরপরেই ক্ষেপে ওঠেন যাত্রীরা।আরপিএফ জিআরপি কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। এর ফলে ব্যস্ত সময়ে হাওড়া শাখায় বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন থেকে শুরু করে লোকাল ট্রেন।দক্ষিণ পূর্ব রেল শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে। নিজের ভুল স্বীকার করে নিয়েছেন স্টেশন মাস্টার। দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, স্টেশন মাস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট