নিজস্ব প্রতিবেদন ঃ বিদেশ সফরের শুরুটা ভালো হলেও ওপেনিঙয়ের ভরাডুবি চিন্তায় ফেলেছিল ভারতীয় দলকে। অনেকদিন ধরে পুরানো মেজাজে দেখা যাচ্ছিল জনপ্রিয় এই তারকা ক্রিকেটারকে। স্বাভাবিকভাবে তাঁর অফ ফর্ম চিন্তার ভাজ ফেলেছিল টিম ম্যানেজমেন্টের কপালে। সেই সব প্রশ্নের উত্তর দিলেন তাঁর ব্যাট দিয়ে। তাঁর ঝোড়ো এর উপর ভর করে ইনিংসে এদিন লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। বিরাট কোহলি ফিরে যাওয়ার পর ম্যাচের বাকী দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। বাকি কাজটা অম্বাতি রায়ডুকে সঙ্গে নিয়ে করে দিলেন শিখৱ ধাওয়ান। ১০৩ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেললেন শিখর। অম্বাতি রায়ডু করলেন ১৩ রান। আট উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। বিশ্বকাপের আগে তাঁর ফর্মে ফেরা জরুরী বলে মনে করছিলেন ক্রিকেট ভক্তরা।২২ গজে আবার সাফল্য পেলেন শিখর ধাওয়ান।
২২ গজে আবার সাফল্য পেলেন শিখর ধাওয়ান।
বৃহস্পতিবার,২৪/০১/২০১৯
640
বাংলা এক্সপ্রেস---