ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যু


মঙ্গলবার,২২/০১/২০১৯
827

বাংলা এক্সপ্রেস---

নওদাঃ ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের রাজ্যের শ্রমিকের রহস্য মৃত্যু। বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। মৃত শ্রমিকের নাম শাহদাত সেখ(৪২)। মৃত শাহদাত সেখ বাড়ি মুর্শিদাবাদের নওদা থানা এলাকায়। ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল শাহদাত সেখ। তার রহস্য জনক মৃত্যুর অভিযোগ তুলছে পরিবার। মাত্র ৬মাস আগেই মুর্শিদাবাদের নওদা থানা এলাকার পাটকেলবাড়ি এলাকা থেকে মুম্বাইয়ে কাজ করতে যায় শাহদাত সেখ নামে এক যুবক। মহারাষ্ট্রের কোলাপুরের একটি মোটর গ্যারেজে সে কাজ করত।

অভিযোগ শনিবার সকাল ১০টা নাগাদ কয়েকজন বন্ধু ডেকে নিয়ে যায় এবং তাকে মদ খাইয়ে খুন করে। মদ খাইয়ে পাথর দিয়ে থেঁতলে নিঃসংশ ভাবে তাকে খুন করা হয়েছে। তার কিছুটা দূরেই তার দাদা থাকত সেই দাদা খবর পেয়ে এসে দেখে তার ভাইকে খুন করা হয়েছে। মহারাষ্ট্রের কোলাপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপেক্ষিতে এক বন্ধুকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিস। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার দেহ নিয়ে আসা হচ্ছে। দেহ নিয়ে আসা হলে নওদা থানায় অভিযোগ জানানো হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট