জলঙ্গীতে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু এক শিশুর


মঙ্গলবার,২২/০১/২০১৯
525

বাংলা এক্সপ্রেস---

জলঙ্গীঃ জলঙ্গীতে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। মৃত বছর দেড়েকের শিশুর নাম আলামিন সেখ। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় জলঙ্গী থানার জয়রামপুর এলাকায়। সূত্রের খবর সোমবার পাড়ার ছোট ছোট ছেলেদের সাথে খেলে বেড়াচ্ছিল। সেই সময় দেড় বছরের আলামিনও তাদের সাথে বাড়ির বাইরে খেলছিল। সেখানে  চার্জে দেওয়া ছিল একটি টোটো। আর অবুজ বাচ্চা কিনা না বুঝেই টোটোতে হাত দিলে তাকে বিদ্যুতের শক লাগে।

ঘটনাস্থলে পড়ে যায় ছোট্ট আলামিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষনের মধ্যেই চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আলামিনের মা আফরোজা বিবি ও বাবা মতিয়ার রহমান বলেন যে, বল খেলতে খেলতে সবার অলক্ষে চার্জ দেওয়া টোটোতে হাত দিলে শক লাগে ওই শিশুটির। তৎক্ষনাৎ সাদিখাঁরদিয়াড় গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই ডাক্তার বাবু  জানান তার মৃত্যু হয়েছে। পরে লিখিত ভাবে জলঙ্গী থানায় অভিযোগ করলে মৃত শিশুকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট