প্রিন্সেপ ঘাট কলকাতার অন্যতম দর্শনীয় স্থান


মঙ্গলবার,২২/০১/২০১৯
4603

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ শহর কলকাতার আনাচে কানাচে জড়িয়ে রয়েছে ইতিহাস। বহু পর্জটক আজও আসেন সেই সব দর্শনীয় স্থানের টানে। এক সময়ে সেই কলকাতার স্মৃতি আজও বহন করে আজকের এই প্রিন্সেপ ঘাট। যদি কলকাতা ভ্রমণে কিছু সময় একান্তে কাটাতে চান, তবে প্রিন্সেপ ঘাট আপনার জন্য আদর্শ স্থান। প্রিন্সেপ ঘাট হুগলী নদীর তীরে ব্রিটিশ শাসনামলে নির্মিত। কলকাতাবাসী জেমস প্রিন্সেপের স্মৃতির স্মরণে এ ঘাট নির্মাণ করে,  । বিকেলের পরন্ত রোদ সাথে গঙ্গার পাড়ের নিস্তব্ধতা উপভোগ করতে অনেকেই আসেন এখানে। শহর কলকাতার অন্যতম স্মরনীয় স্থান এই প্রিন্সেপ ঘাট। কলেজ পড়ুয়া থেকে শুরু করে বিদেশী পর্জটক অনেকেই ছুটে আসেন এই স্থানে। প্রতিদিনের ব্যস্ত জীবনে কাজের চাপে প্রান ওষ্ঠাগত। প্রিয় শহরের বুকেই রয়েছে এমন কয়েকটি জায়গা যেখানে পৌঁছালে আপনার ক্লান্তি দূর হতে বাধ্য। প্রিন্সেপ ঘাট তাঁর মধ্যে অন্যতম।

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট