পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর আইআইটিতে গার্ডার ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও এক শ্রমিক। রবিবার দুপুর নাগাদ খড়গপুর আইআইটির গেস্ট হাউসের পিছনের একটি বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে বিল্ডিংয়ের গার্ডার। দুর্ঘটনায় মৃত্যু হয় মুন্না গুপ্তা নামে এক শ্রমিকের। তার বাড়ি উত্তরপ্রদেশের গোরাকপুর এলাকায়। আহত হয় ওয়াই রাজা নামে অন্য এক কর্মী। গুরুতর আহত কর্মীকে চিকিৎসার জন্য কলকাতার অ্যাপোলো হসপিটালে পাঠানো হয়েছে। খড়গপুর টাউন থানার পুলিশ মুন্না গুপ্তের মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
শ্রমিকের মৃত্যু খড়্গপুর আইআইটিতে
সোমবার,২১/০১/২০১৯
461
কার্ত্তিক গুহ---