পশ্চিম মেদিনীপুর: এনআরএস কাণ্ডের পরেই কুকুরদের নির্বীজকরণ এর প্রক্রিয়া শুরু হলো জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর মহকুমা হাসপাতালে দুই স্বেচ্ছাসেবী সংস্থা এবং পৌরসভার উদ্যোগে কুকুরদের নির্বীজকরণ করা হয়। প্রসঙ্গত চলতি মাসেই কুকুর শাবকদের পিটিয়ে খুন করার অপরাধে উত্তাল হয়েছিল রাজ্য। পশু প্রেমীদের বিক্ষোভ আছড়ে পড়েছিল মহানগরীতে। তারপরেই জেলাগুলোতে শুরু হয় তৎপরতা। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে উদ্যোগে পৌরসভা। আগামী দিনে খড়গপুর শহরের সমস্ত কুকুরকেই নির্বীজকরণ করা হবে বলে জানিয়েছে খরগোপুর পৌরসভার পৌর প্রধান প্রদীপ সরকার।
এনআরএস কাণ্ডের পরেই কুকুরদের নির্বীজকরণ এর প্রক্রিয়া শুরু হলো জেলায়
সোমবার,২১/০১/২০১৯
456
কার্ত্তিক গুহ---