নিজস্ব প্রতিবেদন ঃ বাইরে বেরিয়ে অনেকেই মোমো খেতে ভালোবাসেন। এবার মোমো বাড়িতেই বানিয়ে ফেলুন প্রথমে ময়দা তেল ও নুন দিয়ে আধ ঘন্টা মেখে রাখুন। পুরের জন্য সেদ্ধ কিমা, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, কাঁচালঙ্কা কুচি, নুন ও গোলমরিচ সব একসঙ্গে মেখে নিন। ময়দা থেকে লেচি কেটে নিয়ে ছোট ছোট লুচির মতো বেলে নিন। তার মধ্যে একটু করে চিকেন পুর ভরে মোমোর আকারে গড়ে নিন। মোমো গুলিকে হাতে করে তেল মাখিয়ে স্টিমারে সাজিয়ে দিন। স্টিমারে ২০ মিনিট স্টিম করে সস্ ও স্যুপ দিয়ে গরম গরম পরিবেশন করুন।
বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন মোমো
সোমবার,২১/০১/২০১৯
929
বাংলা এক্সপ্রেস---