মেলবোর্নে বিদায় ফেডেরারের


সোমবার,২১/০১/২০১৯
628

বাংলা এক্সপ্রেস---

অস্ট্রেলিয়ান ওপেনের শুরুতেই বড়সড় অঘটন ঘটল মেলবোর্নে। অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন রজার ফেডেরার। তিনি হারলেন ২০ বছর বয়সি গ্রিস স্টেফানো সিটসিপাসের কাছে ৬-৭, ৭-৬, ৭-৫, ৭-৬ এ। ম্যাচ শেষে তিনি বলেন, আমি নিশ্চিত আমার জীবনের শেষ দিন পর্যন্ত আজকের এই ঘটনা মনে থাকবে। সিটসিপাস আরো বলেন, আমি যাকে অনুসরন করে টেনিস খেলি, তিনিই আজকে আমার প্রতিদ্বন্দী হলেন। আমি ম্যাচটিকে খুব কাছাকাছি নিয়ে শেষ করতে চেয়েছিলাম কিন্তু আমি শেষ পর্যন্ত জিতে গেলাম।

ম্যাচ শেষে ফেডেরার বলেন, আমি আজকের দিনে একজন খেলোয়ারের কাছে হেরেগেলাম, যিনি আমার থেকে ভাল খেলেছিল।ম্যাচে এতক্ষন ধরে নিজেকে শান্ত রেখে টিকে থাকাটা একজন কমবয়সি খেলোয়াড়ের কাছে সহজ ব্যাপার নয়। সুতরাং এই ম্যাচের পুরো কৃতিত্বটা ওরই পাওনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট