সর্বভারতীয় নবচেতনার উদ্দোগে বাল্যবিবাহ রোধ বিষয়ক সচেতনতা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প


রবিবার,২০/০১/২০১৯
722

শুভ বিশ্বাস ও সাদ্দাম হোসেন মিদ্দে ---

ভাঙড়:সর্বভারতীয় নবচেতনার উদ্দোগে ভাঙড়ের নলমুড়ি গ্রামে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ রোধ বিষয়ক সচেতনতা সভা ও ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্প।এদিন ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধান সভা এলাকার প্রায় ৩০০০ মানুষ এখান থেকে ফ্রিতে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন।কোলকাতার বিভিন্ন বিভাগের নামী ডাক্তারবাবুরা রোগিদের বিভিন্ন রোগের চেকআপ করেন।পাশাপাশি ফ্রিতেই ঔষধ দেওয়া হয়।পুরুষ-মহিলাসহ প্রচুর মানুষ এদিনের ক্যাম্পে আসেন।মেডিকেল ক্যাম্প ছাড়াও বাল্যবিবাহ রোধ বিষয়ক এক আলোচনা সভারও আয়োজন করা হয় নবচেতনার পক্ষথেকে।উপস্থিত বিশিষ্টজনেরা বাল্যবিবাহের কুফল বিষয়ে আলোকপাত করেন।এদিন উপস্থিত ছিলেন আইপিএস ড.হুমায়ন কবির,শেখ নুরুল হক,নিজাম শামীম,সাহিত্যিক ফারুখ আহমেদ,সমাজসেবি জাহাঙ্গির আলম,কাইজার আহমেদ প্রমুখ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট