নগরোন্নয়নের নামে অবাধে চলছে গাছ কাটা, প্রশাসন নির্বিকার


শুক্রবার,১৮/০১/২০১৯
508

আক্তারুল খাঁন---

হাওড়া:  হাওড়া আমতার খোশালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কাষ্টসাংড়া গ্রামে গত ৭ জানুয়ারি পঞ্চায়েত উপ-প্রধানের উপস্থিতিতে বহু প্রাচীন বিশাল বিশাল তাল ও খেজুর গাছ জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মূলত রাস্তা সম্প্রসারণের উদ্দেশ্যে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান উপস্থিতি থেকে প্রায় ২৫ টি দেড়’শো বছরের প্রাচীন গাছ কাটার নেতৃত্ব দেন বলে অভিযোগ। গাছগুলির বর্তমান মালিকদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সদস্য ৭৫ বছরের বৃদ্ধ ইউসুফ বাধা দিতে গেলে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

ইউসুফ সাহেবের ভাইপো মাকসুদকেও মারধর করা হয় এবং মোবাইলে সেই গাছ কাটার ভিডিও তুলতে গেলে পঞ্চায়েত উপপ্রধান মাকসুদের ফোন কেড়ে নেন বলে এলাকাবাসীর অভিযোগ। সমগ্র পৃথিবীতে যখন বৃক্ষরোপনের জন্য প্রচার করা হচ্ছে,এমনকি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজেই যখন বৃক্ষকে বাঁচানোর জন্য নানান ভাবে চিন্তাভাবনা করছে।তখন দেড়’শো বছরের পুরনো এতগুলি গাছ নগরোন্নয়নের নামে কেটে ফেলা কতটা যুক্তিসঙ্গত বলে গ্রামবাসীদের দাবি। গ্রামের মানুষ সম্মিলিতভাবে গাছ কাটার সমালোচনা করছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট