নিজস্ব প্রতিবেদন ঃ ২৩১ রানের লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় দল। শুরুতেই রোহিতের উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় ভারতীয় দল। দুই ওপেনারের কেউই স্বস্তি দিলেন না।রোহিত শর্মা ৯ রান করেন ঠিক তারপর ফিরে যান ধাওয়ান। এই ম্যাচ জিততে বিরাট কোহলিকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন সমর্থকরা। অ্যাডিলেডে বিরাট-ধোনি জুটি ভারতকে জয়ের দিকে নিয়ে গিয়েছিল।এই ম্যাচেও তাদের জুটী খুবই গুরুত্বপুর্ন ভুমিকা নেবে বলে আশাবাদী ক্রিকেট মহল।
আবার ওপেনিং য়ের ভরাডুবি , বিরাট-ধোনি জুটি ভরসা ভারতের
শুক্রবার,১৮/০১/২০১৯
703
বাংলা এক্সপ্রেস---