সালমানের প্রেমিকা কে বিয়ে করতে চান বিকি


বৃহস্পতিবার,১৭/০১/২০১৯
3065

পিয়া গুপ্তা---

ক্যাটরিনাকে সালমান খানের সামনেই সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন বিকি কৌশল।কি অবাক হয় এ গেলেন বিকির এই কাণ্ড কারখানা শুনে। হ্যা এমনি এক কান্ড করে বসলেন বিকি। সম্প্রতি একটি অনুষ্ঠানে সঞ্চালক হয়ে হাজির হন বিকি কৌশল। আর সেখানে ক্যাটরিনা কাইফ কে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দেন এই অভিনেতা। তিনি বলেন, বলিউডে এখন বিয়ের মরশুম চলছে।
সবাই যেখানে বিয়ে সেরে নিচ্ছেন, সেখানে ক্যাট কেন বিয়ে করছেন না।

অর্থাত তিনিও তো কোনও ভাল ‘বিকি কৌশল’-কে মতো ছেলে কে বিয়ে করে নিতে পারেন। এই মন্তব্যের পর পরই ‘মুঝসে শাদি কারোগি’ বেজে ওঠে। আর সেই গান শুনে হেসে ফেলেন ক্যাটরিনা। অন্যদিকে, দর্শকদের সামনে এই কথা শুনেই বোন অর্পিতা খান শর্মার কাধের উপর মাথা রেখে শুয়ে পড়েন সালমান। এর পাশিপাশি বিকির প্রশ্ন শুনে ক্যাট বলেন, কেউ তাঁকে বিয়ের প্রস্তাব দেবেন, এমন ক্ষমতা নেই। প্রাক্তন প্রেমিকার ওই মন্তব্য শুনে হঠাতই চমকে ওঠেন সালমান খান। আর ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট