কলকাতা: বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীত্বের শেষের দিকে রাজ্যের রাজ্যপাল ছিলেন এম কে নারায়নন। আবার রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে যখন মুখ্যমন্ত্রীত্বের কুর্সিতে বসেন তখনও রাজ্যপাল তিনিই। মঙ্গলবার কলকাতায় একটি বনিক সভা আয়োজিত “কনভার্সেসন” অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের প্রাক্তন ও বর্তমান উভয় মুখ্যমন্ত্রীর প্রশংসাতেই পঞ্চমুখ হলেন তিনি।
প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন হতে পারেন? প্রাক্তন রাজ্যপালের সামনে ধেয়ে আসে এমন প্রশ্নও। এনিয়ে অবশ্য কৌশলী জবাব দেন তিনি। টানা পাঁচ বছর রাজ্যের এক নম্বর নাগরিক ছিলের তিনি। শহর কলকাতা নিয়ে বলতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন এম কে নারায়নন। অাগের থেকে এই মহানগরীর ফোকাস আরও বেড়েছে বলেই মত তাঁর।