ঝাড়গ্রাম জেলাশাসকের অফিসেও মকর পরব


মঙ্গলবার,১৫/০১/২০১৯
542

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: জেলাশাসকের অফিসেও মকর সংক্রান্তির ছোয়া। জঙ্গলমহলের মকর সংক্রান্তি জনজাতি উপজাতিদের বড় অনুষ্ঠান। সকালেই স্নান সেরে নতুন জামা কাপড় পরেন। বাড়ির সামনেও আলপনা আঁকেন মহিলারা। জেলাশাসকের অফিসের সামনে স্ব -সহায়কের দলের মহিলারা আলপনা এঁকেছেন। সকাল থেকে তৈরি হচ্ছে পিঠে। নানা ধরনের পিঠে-পুলির বিক্রির আয়োজন করা হয়েছে। রয়েছে পাটি সাপ্টা, দুধপুলি, মাংশ পিঠে, গুড়পিঠে, চালের রুটি আর মাংশ। এই আয়োজনে খুশি জেলাশাসকের অফিস কর্মিরাও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট