বিপুল পরিমান পাখি উদ্ধার দাঁতনে


মঙ্গলবার,১৫/০১/২০১৯
594

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: গোপন সুত্রে খনর পেয়ে দাঁতনের শরশংকা মেলা থেকে প্রায় ১২০ টি পাখি সহ পাখির খাঁচা উদ্ধার করল বেলদা বনদপ্তর। মেলায় পাখি বিক্রি নিষিদ্ধ হয়েছে বেশ কয়েকবছর আগে। তারপর থেকে বেশ কয়েকটি মেলা থেকে পাখি উদ্ধার হয়। সোমবার সন্ধ্যাণাগাদ দাঁতন থানার শরশঙ্কা গ্রামে মেলা থেকে টিয়া ময়না ও হিল ময়না মিলিয়ে প্রায় শতাধিক পাখি উদ্ধার হয়। বনদপ্তর সুত্রে খবর-পাখি গুলির মধ্যে ৮০ টি টিয়া, ২০টি ময়না ও প্রায় ২০টির বেশি হিল ময়না রয়েছে।

জনসমক্ষে কি করে এত পাখি বিক্রি হয়? মেলা কমিটিকে দোষারোপ করছে বেলদা বনদপ্তর। বেলদা বনদপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক আশিষ মন্ডল জানিয়েছেন, দাঁতনের শরশঙ্কা মেলা থেকে সোমবার সন্ধ্যায় এই পাখি উদ্ধার হয়েছে। যদিও বিক্রেতারা এই পাখি ও খাঁচা ছেড়ে পালিয়ে গেছে। তবে এই পাখি উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বনদপ্তর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট