নিজস্ব প্রতিবেদন ঃ প্রথম ম্যাচ পরাজিত হয়ে কিছুটা ব্যকফুটে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচ জিততে মরিয়া বিরাট এর ভারত। ভারতের হয়ে এ দিন অভিষেক হল মহম্মদ সিরাজের। অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে প্যাভেলিয়নে ফেরালেন ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি। তিন উইকেট পরার পর ম্যাচের হাল ধরেন শন মার্শ। ভারতের হয়ে চার উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার। তিন উইকেট নিলেন মহম্মদ শামি। এক উইকেট রবীন্দ্র জাডেজার। আজকের ম্যাচ খুবই গুরুত্বপুর্ন ভারতীয় দলের কাছে।
বড় রানের লক্ষ্য ভারতের সামনে , ২৯৮ রানে শেষ হল অজিদের ইনিংস
মঙ্গলবার,১৫/০১/২০১৯
617