ঝাড়গ্রাম: বিরোধীরা মেলা করে কোমর দুলিয়ে নাচ করার জন্য আর আমরা মেলা করি সচেতন করবার জন্য বিরোধীদের এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল কিষান খেতমজুরের রাজ্য সভাপতি বেচারাম মান্না। তিনি আরোও বলেন দেখবেন কৃষি মেলা সেখানে কৃষকদের সচেতন করার জন্য কৃষকের কি অধিকার কৃষকদের কি সরকারের কাছে প্রাপ্য এবং কৃষক কিভাবে উন্নত প্রযুক্তি ব্যাবহার করে চাষ করবে।
আর খেলা হচ্ছে শান্তি শৃঙ্খলার পথ প্রদর্শক হচ্ছে খেলা। বিজেপির রাজ্যসভাপতি দীলিপ ঘোষ সম্পর্কে বলেন, উনার কথার উত্তর দেওযার দরকার নেই, উনি যে ভাবে আমাদের নেতা নেত্রী দের সম্বন্ধে বাজে ভাষা বলছেন তাই ওর উত্তর দেওয়ার আমাদের মত মানুষের অনুচিত। আজ রবিবার তৃণমূলের কিষান খেত মজুর সংগঠনের আগামী ১৯ শে জানুয়ারী মাননীয়া মুখ্যমন্ত্রীর ডাকে বিগ্রেড সমাবেশ সফল করার জন্য ঝাড়গ্রাম জেলার গিধনি তে একটি মিছিল হয়। তাতে উপস্হিত ছিলেন বেচারাম বাবু বাদ দিয়ে এই জেলার অর্জুন হাঁসদা, জাম্বনী ব্লকের কর্মাধক্ষ্য জীতেন চৌধুরী, অশোক মহাপাত্র প্রমুখ।