কলকাতা: আগামী ১৯ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের নেতা কর্মীরা এখন ব্যাস্ত তারই প্রচারে। অন্যদিকে ওই একই দিনে ব্রিগেডের পাল্টা সমাবেশ করতে চলেছে সিপিএমের ছাত্র যুবরা। দেশের একঝাঁক নেতার উপস্থিতিতে কলকাতায় যখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই সময়ে উত্তরবঙ্গের ইসলামপুরের দাড়িভিটের বাম সমাবেশে হাজির থাকবেন সীতারাম ইয়েচুরী, মহ:সেলিমরা।
রবিবার সাংবাদিক সম্মেলন করে বাম ছাত্র-যুবদের এই কর্মসূচির কথা ঘোষনা করলেন ডিওয়াইএফআই নেতা সায়নদীপ মিত্র। তাঁর অভিযোগ বিজেপিকে সুবিধা করে দিতেই ব্রিগেডে ওইদিন নাটক করবে তৃণমূল। দাড়িভিটের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হবে ১৯ জানুয়ারির সমাবেশ থেকে। এদিনের সাংবাদিক সম্মেলনে জানালেন বাম যুব নেতারা। কেন অভিযুক্তদের বিরুদ্ধে এতদিনেও কোন ব্যাবস্থা নেওয়া হল না সেই প্রশ্নও তোলেন তাঁরা।