তৃনমূল থেকে কংগ্রেসে যোগদান মুর্শিদাবাদে


রবিবার,১৩/০১/২০১৯
596

বাংলা এক্সপ্রেস---

মুর্শিদাবাদঃ তৃনমূল থেকে কংগ্রেসে যোগদান পর্ব শুরু হল মুর্শিদাবাদে। রবিবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে মুর্শিদাবাদ জেলা সাগরদিঘী বিধানসভার তৃনমূল কর্মী সহ অন্যান্য দলের প্রায় ৫হাজার কর্মী সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসের জাতীয় পতাকা হাতে নিলেন। কয়েক মাস আগেই তাদের মধ্যে কিছু কিছু কংগ্রেস কর্মী তৃনমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু এবার তারাই আবার কংগ্রেসে ফিরে আসছেন।

এদিন বহরমপুর সাংসদ অধীর চৌধুরী বলেন, মুর্শিদাবাদ জেলায় ৩টি লোকসভা কেন্দ্রে কংগ্রেস জিতবেই। বর্তমানে দুটি লোকসভা কংগ্রেসের আছে। যদি সুযোগ পায় তাহলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রও কংগ্রেস দখল করবে। এদিন অধীর চৌধুরী বলেন মুর্শিদাবাদের শ্লোগান হবে “ তিনে তিন তৃনমূলকে কবর দিন”। তিনি আরও বলেন তৃনমূল কোন রাজনৈতিক দল নয়, এটা একটা সার্কাস। এরা লুঠ করে মেরে তোলা তুলে খাওয়ার দল। তাই তৃনমূল দলে আর কোন ভালো মানুষ থাকতে চাইছে না। আজকে যে ভাঙন শুরু হয়েছে আগামী দিনে সেটা আরও বাড়বে। মুর্শিদাবাদে লোকসভা ভোটে কংগ্রেস তৃনমূলকে উৎখাত করবে করবেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট