শালবনী সুপার স্পেশালিটি হসপিটালে মৃত প্রায় রুগী সুস্থ


রবিবার,১৩/০১/২০১৯
425

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: বারবার ইতিহাসের সাক্ষী শালবনী বাসী।আবার নতুন নজির গড়লেন সেই পিছিয়ে পড়া জঙ্গলমহলের শালবনী সুপার স্পেশালিটি হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অভিষেক বেরা। উনার অক্লান্ত পরিশ্রম ও অসাধারণ কৃতিত্বে মৃত প্রায় রুগী সুস্থ।গত ১২ তারিখে ৪৫বছরের জোড়াকুশমী, ভাউদী গ্ৰামের ব্যাক্তি রঘুনাথ টুড়ু নামে সকাল থেকে খিচুনি সহ অজ্ঞান অবস্থায় শালবনী সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি হয় রাত ৯:১৫মিনিটে।

রুগীর অবস্থা আরও সংকট জনক হয়ে পড়ে ।উচ্চ রক্তচাপ সহ অজ্ঞান অবস্থায় অনবরত বমি শুরু করে রুগী টিকে স্থানান্তরিত করার মতো অবস্থা ছিল না। ড়াক্তার ও অন্যান্য কর্মীরা শশরীরে উপস্থিত থেকে, ড়ঃ বেরার নিজের উদ্যোগে দূরবর্তী মেদীনিপুর শহর থেকে প্রয়োজনীয় ইঞ্জেকশন ও ঔষধ পত্র আনিয়ে রাত ৩:৩০ পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রুগি কে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক করে তোলে। আবার ভগবান হিসেবে ডঃ অভিষেক বেরা পেলেন রঘুনাথ টুডুর পরিবার ও শালবনীবাসীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট