নিজস্ব প্রতিবেদন ; খালিদের নেতৃত্বে পরপর ম্যাচে সাফল্য পেয়েছে সবুজ মেরুন দল। অন্যদিকে কাজ করছে সনি ম্যাজিক। রুদ্ধশাস ম্যাচ জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে গোটা দল। এদিন শিল্টন পাল জানান খালিদ কোচ হওয়ার পর আমাকে বলেছিলেন, আমি তাঁর চোখে এক নম্বর গোল রক্ষক। তোমার উপর আমার পুর্ন আস্থা আছে। তাই স্বাভাবিক হাবে চাপ মুক্ত হয়ে ম্যাচটি খেলতে পেরেছি। মোহনবাগান দলের অন্যতম অভিজ্ঞ গোল রক্ষক হলেন শিল্টন পাল। নতুন কোচ আসার পর বাড়তি ছন্দে দেখা যাচ্চে গোটা দলকে। যা সবুজ মেরুন সমর্থকদের জন্য এক সুখবর।
আমিই তাঁর চোখে এক নম্বর গোল রক্ষক
রবিবার,১৩/০১/২০১৯
656
বাংলা এক্সপ্রেস---