এর থেকে বড় লজ্জা আর নেই প্রতিক্রিয়া ; কবি শ্রীজাত


রবিবার,১৩/০১/২০১৯
1013

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ;রবিবার সকালে কলকাতায় ফেরেন শ্রীজাত। কলকাতায় ফিরে তিনি জানান গত দুই বছর ধরে দেশে বাক স্বাধীনতা কমছে।এমন পরিস্থিতির সন্মুখীন হওয়ার পর তিনি জানান এর থেকে  বড় লজ্জার আর কিছু নেই। তাঁর হেনস্তার কথা শুনে উদ্বিগ্ন স্বয়ং মুখ্যমন্ত্রী। সুত্রের খবর শনিবার শিলচরের পার্ক রোডের একটি হোটেলে ‘এসো বলি’ নামে এক সাংস্কৃতিক সংগঠনের উদ্‌বোধনে গিয়েছিলেন শ্রীজাত। সেখানে গিয়ে আক্রমনের মুখে পরেন বিখ্যাত এই কবি ও সাহিত্যিক।এর পরে পুলিশি তৎপরতায় শিলচর সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয় শ্রীজাতকে। এমন ঘটনার সমালোচনা করেছেন অনেকেই। এই ঘটনার নিন্দায় মুখর  হয়েছেন বুদ্ধিজীবী মহল।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট