সাধারণতন্ত্র দিবসে এবছর বাংলার থিম গান্ধীভবন ও শান্তিনিকেতন


রবিবার,১৩/০১/২০১৯
695

বাংলা এক্সপ্রেস---
বাংলা এক্সপ্রেস:২৬ জনুয়ারি সাধারণতন্ত্র দিবসে এবারের কুচকাওয়াজে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ।বাংলার ট্যাবলোর থিমে দুটি জিনিস স্থান পাচ্ছে।একটি কবিগুরুর শান্তিনিকেতন এবং অন্যটি বেলেঘাটার গান্ধীমূর্তি।প্রতিরক্ষা মন্তণালয় ইতমধ্যে এই ট্যাবলো দুটির অনুমোদন দিয়েছে।নবান্নকে চিঠি দিয়ে দিল্লি বিষয়টি নিশ্চিত করেছে।৪৮ ফুট দৈর্ঘ ও ১৪ ফুট চওড়া টেলার নির্মাণ করা হচ্ছে।তার উপরে শান্তিনিকেতনের শ্যামলী ও বেলেঘাটার গান্ধী ভবনের অনুকরণে মডেল তৈরি করা হবে।উল্লেখ,গতবছর বাংলার থিম ছিল একতাই সম্প্রীতি।কিন্তু শেষবেলায় কেন্দ্র তা বাতিল করে।ফলে বিতর্ক তৈরি হয়েছিল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট