জলঙ্গীঃ তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য জলঙ্গীতে। গত বৃহস্পতিবার রাত্রে জলঙ্গী থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গী থানার ঘোষপাড়া এলাকা থেকে ২৫টি তাজা সকেট বোমা উদ্ধার করে। দুদিন সেগুলিকে কড়া পুলিসি পাহারায় রেখে বোম্ব স্কোয়ার্ডে খবর দেওয়া হয়। শনিবার দুপুরে বোম্বস্কোয়ার্ড এসে একটি ফাঁকা জায়গায় বোমাগুলি নিস্কৃয় করে। তবে কিভাবে ওই এলাকায় বোমাগুলি আসল তা খতিয়ে দেখছে জলঙ্গী থানার পুলিস।
তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য জলঙ্গীতে
শনিবার,১২/০১/২০১৯
440
বাংলা এক্সপ্রেস---