নিজস্ব প্রতিবেদন ঃ ভারতীয় দল বিদেশ সফরে , চলতি সিরিজ ইতিমধ্যে পকেটে পুরে নিয়েছে। বল বিকৃতি কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একবছরের জন্য নির্বাসিত হয়েছেন স্মিথ ফলে তারকা এই ক্রিকেটার বেশ কিছুদিন যাবত ২২ গজ থেকে বহু দূরে। এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয় স্মিথের কনুইয়ের অস্ত্রোপচার হবে । ফলে ক্রিকেটে ফিরতে তাঁর আরো কিছুদিন সময় লাগবে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘মঙ্গলবার স্মিথের অস্ত্রোপচার হবে। রিহ্যাব করে মাঠে ফিরতে তারপর আরও ছয় সপ্তাহ লাগবে।’ ২২ গজে ফিরতে আরো কিছুটা সময় লাগবে অজি এই ক্রিকেটারের।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ফেরা সম্ভব হচ্ছে না স্টিভ স্মিথের।
শনিবার,১২/০১/২০১৯
555
বাংলা এক্সপ্রেস---