রোহিত শর্মার ম্যারাথন ইনিংস সত্ত্বেও ম্যাচ জিততে পারল না ভারত


শনিবার,১২/০১/২০১৯
557

বাংলা এক্সপ্রেস---

ভারতীয় ক্রিকেটে হিটম্যান, রোহিত শর্মা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১৩৩ রানের এক অবিস্মরণীয় ইনিংস খেললেন। তা সত্ত্বেও ম্যাচ জিততে পারল না ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে অধিনায়ক ফিঞ্চ ও আলেক্স কেরি র উইকেট হারিয়ে চাপে পরে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন শন মার্শ ও উসমান খাওয়াজা। দুজনেই ব্যাক্তিগত অর্ধশত রান পূর্ণ করেন। খাওয়াজা আউট হওয়ার পর শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব মিলে গুরুত্বপূর্ণ পার্টনারশীপ গড়ে তোলেন। এরপর মার্কাস স্টোইনাসের সঙ্গে মিলে হ্যান্ডসকম্ব অস্ট্রেলিয়াকে বড়ো রানের লক্ষে নিয়ে যায়। ৬১ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন হ্যান্ডসকম্ব এবং ৪৭ রান করে অপরাজিত থাকেন স্টোইনাস। নির্ধারিত ৫০ ওভারে ২৮৮ রান করে অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ভারত চরম বিপর্যয়ের সম্মুখীন হয়। ৪ রানের মাথায় ভারত ৩ উইকেট হারায়। আউট হন শিখর ধাওয়ান, বিরাট কোহলি এবং অম্বতি রায়ডু। দুরন্ত বোলিং করতে থাকেন বেহরনড্রফ এবং রিচার্ডসন। প্রবল চাপ সামলে রোহিত শর্মা ও ধোনি ১৩৭ রানের অনবদ্য পার্টনারশিপ গড়ে তোলেন। বেহরনড্রফ এর বলে ৫১ রানের মাথায় ধোনি এলবিডব্লিউ আউট হন। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত বিতর্কিত ছিল। এরপর রোহিত শর্মাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। রোহিত শর্মা একা আপ্রাণ চেষ্টা করতে থাকেন কিন্তু তিনি ১৩৩ রানে স্টোইনাসের বলে আউট হয়ে যান। ভারত নির্ধারিত ৫০ ওভারে ২৫৪ রান করে। ফলে অস্ট্রেলিয়া ৩৪ রানে প্রথম একদিনের ম্যাচ জিতে নেয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট