হাওড়া: শনিবার ভোরে বাগনান থানার এলাকায় ৬ নং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাস। পুলিশ সূত্রে খবর উত্তর প্রদেশ থেকে একটি যাত্রীবোঝাই বাস গঙ্গা সাগর মেলায় যাচ্ছিলো ৬ নং জাতীয় সড়ক। ভোর ৫ টা নাগাদ বাগনান চন্দ্রপুর এলাকায় একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে উদ্ধার করে আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে ত্রিভূবন লাল(৬০)নামে এক ব্যক্তি মৃত্যু হয়।আহত কমপক্ষে ৩০ জন।
বাগনানে পথ দূর্ঘটনা নিহত ১, আহত-৩০
শনিবার,১২/০১/২০১৯
478
আক্তারুল খাঁন---