উনিশ শতকের ধর্ম ও সমাজ যার ভাবনায় ফুটে উঠেছিল আজ সেই মহামানবের জন্মদিন


শনিবার,১২/০১/২০১৯
3447

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ আজ স্বামী বিবেকানন্দের ১৫৬ তম জন্মদিন উনিশ শতকে তাঁর বানী চেতনার সঞ্চার করেছিল ভারতবাসীর প্রানে।যার ভাবনার ভিতের উপর  গড়ে উঠেছিল এক নতুন ভারতবর্ষ। দেশে তখন চলছে চরম অরাজকতা, ব্রিটিশের রাজত্ব  এমন মুহুর্তে আবির্ভাব ঘটে স্বামী বিবেকানন্দের। আজ সেই মহামানবের জন্মদিন। আজ গোটা দেশ জুড়ে শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে স্বামিজীর জন্মদিন। জেলা থেকে শহর রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিবেক চেতনা উৎসব। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর- বিখ্যাত এ উদ্ধৃতিটি যিনি লিখেছিলেন তিনি স্বামী  বিবেকানন্দ । বিশ্লেষকরা ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপনের কৃতিত্ত্ব  বিবেকানন্দের  দিয়ে থাকেন।   আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে মহাসমারোহে পালিত হচ্ছে। স্বামী   বিবেকানন্দ ছিলেন একজন ভারতীয় হিন্দু সন্ন্যাসী। তিনিই প্রথম ভারতীয় বেদান্ত ও যোগ দর্শন পাশ্চাত্যে প্রচার করেন। ইতিহাসের পাতা উল্টালে এই মহামানবের জীবন দর্শন আজও অনুপ্রানিত করে সকল ভারতবাসীকে। তিনি যুগের নায়ক, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। যিনি এক সময় তাঁর চিরন্তন বানীর মধ্যে দিয়ে বিবেকবোধ জাগ্রত করেছিলেন। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী  ,মদীয় আচার্যদেব ইত্যাদি। তাঁর অমর বানী আজও জায়গা করে আছে সকল ভারতাসীর হৃদয়ে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট