ঝাড়গ্রাম: বেলপাহাড়ির কিষান মান্ডিতে গেলেই হয়রানির শিকার হচ্ছেন চাষিরা। এমনই অভিযোগ তুলে শুক্রবার বেলপাহাড়ির বিডিওর কাছে লিখিত ভাবে অভিযোগ জানালেন ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য ও ব্লক সভাপতি পূর্নচন্দ্র মুর্মু। তাঁদের অভিযোগ, বেলপাহাড়ি ব্লকে কিষান মান্ডিতে সরকারি ভাবে স্থায়ী ধানক্রয় কেন্দ্র রয়েছে। কিন্তু সেখানে নিয়মিত ধান কেনা হচ্ছে না। ধান বিক্রি করতে এলে চাষিদের টোকন দিয়ে মার্চ মাসে আসতে বলা হচ্ছে। যারফলে একপ্রকার বাধ্য করেই চাষিদের হয়রানি করে অভাবী ধান বিক্রি করতে বাধ্য করা হচ্ছে।
ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, মকরসংক্রান্তি জঙ্গলমহলের মানুষের বড় উৎসব। এই সময় চাষিরা ধান বিক্রি করে, সমস্ত জিনিসপত্র কেনাকাটা করেন। কিন্তু চাষিরা কিষান মান্ডিতে এসে ধান বিক্রি করতে পারছেন না। আবার চাষিদের টোকন দিয়ে মার্চ মাসে ধান নিয়ে আসতে বলা হচ্ছে। এক শ্রেণির ব্যবসায়ী ও ধান ক্রয় কেন্দ্রের কর্মকর্তাদের যোগসাজোশেই চাষিদেরকে বাধ্য করা হচ্ছে ফড়েদের কাছে কম দামে ধান বিক্রি করতে। বেলপাহাড়ির বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, হাজার -দেড় হাজার লোকের ধান আসতে আসতে নিতে হবে। একদিনে তো এত ধান নেওয়া সম্ভব নেই। সেজন্য তারিখ দিয়ে আস্তে আস্তে নেওয়া হচ্ছে।