মহেশতলায় রাজ্যের দীর্ঘতম ফ্লাইওভার ‘সম্প্রীতি’ -এর উদ্ভোধন


শনিবার,১২/০১/২০১৯
853

বাংলা এক্সপ্রেস---

মহেশতলায় শুক্রবার উদ্ভোধন হল রাজ্যের দীর্ঘতম সম্প্রীতি ফ্লাইওভার।বাটানগর থেকে ঝিকরা অবধি এর বিস্তৃতি।৭ কিলোমিটার দৈর্ঘের এই ফ্লাইওভার চালু হওয়ার ফলে মহেশতলা,বজবজ,পূজালি,বেহালা,ঠাকুরপুকুর,বাটানগর,ঝিকরা প্রভৃতি এলাকার বহু মানুষ উপকৃত হবেন।যানযটের সমস্যা অনেকটাই কমে যাওয়ার কারণে দীর্ঘক্ষণ আর গাড়ীতে আটকে থাকতে হবেনা।এদিন মহেশতলাতে ফিতে কেটে ফ্লাইওভারটির উদ্ভোধন করেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।উপস্থিত ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম,বিধায়ক দুলাল দাস,আব্দুল খালেক ও এনকেডিএ এর আধিকারিকরা।তবে কোলকাতার বাবুঘাট থেকে ফ্লাইওভারটির রিমোর্ট কন্ট্রোলের সাহায্যে সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।দু বছর আগে শুরু হয়েছিল এই ফ্লাইওভার তৈরির কাজ।এনকেডিএ এর তত্তাবধানে এই কাজ দ্রুত শেষ হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট