কফি উইথ করণে মেয়েদের নিয়ে অশালিন মন্তব্যের জেরে বিপাকে অলরাইন্ডার হার্দিক পান্ডিয়া ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লোকেশ রাহুল।বিসিসিআই তদন্ত শুরু করে খতিয়ে দেখছে টিভিশোর ভিডিও ক্লিপ।আপাততো সাসপেন করা হয়েছে দুই ক্রিকেটারকে।ভারত- অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচে দল থেকে বাদ পড়েছেন হার্দিক-রাহুল।দেশে ফিরে আসতে বলে হয়েছে তাদের।আন্তর্জাতিক খেলা শুধু নয় দুজনে অংশ নিতে পারবেন না বোর্ডের কোন খেলায়।ঘরোয়া কোন টুর্নামেন্টেও খেলতে পারবেন না তারা।নিষিদ্ধ হতে পারেন আসন্ন আইপিএলেও।কিং কোহলিও পাশে নেই হার্দিক-রাহুলদের।কোহলি জানিয়ে দিয়েছেন এই ধরণের আচরণকে দল সমর্থন করেনা।তরুণ ক্রিকেটিরদের ওনেক ফ্যান-ফলোয়ার রয়েছে।তাদের কাছে ক্রিকেটারদের সম্পর্কে খারাপ বার্তা যাবে।তাই বিসিসিআই কঠোর মনোভাব দেখাচ্ছে।ক্রিকেটারদের কোন টিভিশোতে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।
টিভিশোতে অশ্লিল মন্তব্যের জের,দেশে ফিরছেন হার্দিক-রাহুল
শনিবার,১২/০১/২০১৯
531
বাংলা এক্সপ্রেস---