আজ বিবেক জন্মজয়ন্তী পালন করা হচ্ছে রাজ্য জুড়ে


শনিবার,১২/০১/২০১৯
748

বাংলা এক্সপ্রেস---

:আজ গোটা রাজ্যে পালন করা হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মজয়ন্তী।সারা রাজ্যের প্রতিটি ব্লক ও পৌরসভা গুলিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রাজ্যের বিভিন্ন প্রান্তের রামকৃষ্ণ মঠ ও মিশন গুলিতে আয়োজন করা হচ্ছে বিবেক স্মরণ অনুষ্ঠানের।বক্তব্য,বিতর্ক,বসেআঁকো,পথ মিছিল প্রভৃতির মাধ্যমে তুলে ধরা হবে বিবেকানন্দের কর্মজীবন ও বাণী।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর মন্ত্রীসভার সদস্যরা স্বামীজির প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন।বিভিন্ন সামাজিক সংগঠণ গুলিও স্বামীজির জন্মদিন উপলক্ষে নানা করামসূচী পালন করছে।বিবেকানন্দের বিখ্যাত উক্তি “ওঠো জাগো,যতোদিন না লক্ষে পৌঁছাচ্ছো,ততোদিন নিশ্চিন্তে থেকোনা।” এই বাণী যুব সমাজের মধ্যে নতুন কিছু করার ক্ষেত্রে অদম্য ইচ্ছা শক্তি যোগায়।উত্তর কোলকাতার সিমলায় ১৮৬৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন স্বামীজি।তাঁর পিতার নাম বিশ্বনাথ দত্ত ও মাতার নাম ভূবনেশ্বরী দেবী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট