কেবল টিভি পরিষেবা নিয়ে এখনো জল্পনার শেষ নেই গ্রাহকদের মধ্যে , কি হবে কেবল টিভির ভবিষ্যৎ ? জানতে হলে প্রতিবেদন টি পড়ুন


শুক্রবার,১১/০১/২০১৯
5145

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ  বিগত দুইমাস ধরে কেবল টিভি নিয়ে জল্পনা চলছে সাধারন মানুষের মনে। সেট টপ বক্স আসার পর নতুন প্যাকেজে অনেকটাই খাপ খাইয়ে নিয়েছিল কেবল টিভির গ্রাহকরা। কিন্তু হটাত ট্রাইয়ের নতুন নিয়ম প্রকাশিত হওয়ার পর নতুন করে আবার জল্পনার সুত্রপাত হয়। এর ফলে বিভিন্ন জেলায় কেবল অপারেটর গন তাদের দাবি দাওয়া গুলি নিয়ে সরব হন। এদিন কলকাতায় কেবল টিভি শোতে বিশ্ব বাংলা অপারেটারস ইউনিয়ান এর আধিকারিক শঙ্কর মণ্ডল জানান ট্রাই এর যে নতুন নিয়ম রিও পদ্ধতিগত দিকের প্রতি তাদের এই প্রতিবাদ। তিনি বলেন আমরা বিশ্লেষণ করে দেখেছি এর ফলে গ্রাহক স্বার্থ কখনো অক্ষুন্ন থাকবে না, গ্রাম বাংলার মানুষ এখন যে টাকা দিয়ে কেবল টিভি পরিষেবা পাচ্ছেন পরবর্তীকালে ট্রাইয়ের এই নির্দেশ অনুযায়ী তা প্রায় কয়েকগুন বেড়ে যাবে এর ফলে বিনোদন থেকে বঞ্চিত হবেন সাধারন মানুষ। এছাড়া অপারেটারসদের ক্ষেত্রে ট্রাই যে রেশিওটি বেঁধে দিচ্ছে তাতে একটি কেবল টিভি পরিষেবার জন্য যে খরচ বহন করতে হয় একটি অপারেটারকে বর্তমান নিয়মের ফলে তা অনেকটাই আর্থিক সমস্যার মুখে পরতে হবে অপারেটারদের । তাই তাদের এই প্রতিবাদ ,। এছাড়া তিনি আরো বলেন গ্রাম বাংলার মেহনতি মানুষ এতদিন ধরে যেভাবে কেবল টিভির মধ্যে দিয়ে বিনোদন উপভোগ করছিল , নতুন নিয়মের ফলে তারাও বিনোদন থেকে বঞ্চিত হতে পারেন। সাধারন মানুষ ও  গ্রাহকদের স্বার্থে তাঁরা বিভিন্ন জেলায় ও শহরতলিতে প্রতিবাদ জানিয়েছেন। সাধারন মানুষের কথা ভেবে রিও পদ্ধতিগত দিকটির প্রতি প্রতিবাদ জানাতে তাঁরা পথেও নেমছেন। বিশ্ব বাংলা অপারেটারস ইউনিয়ান সর্বদাই গ্রাহকদের স্বার্থে ও কেবল পরিষেবা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট