পশ্চিম মেদিনীপুর: হঠাতই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের ডুকির প্রয়াগ ফিল্ম সিটিতে। স্থানীয় সুত্রে জানা যায় আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ফিল্ম সিটির মুল প্রোজেক্টের ড্রাগন গেটে আগুন লাগে । দাওদাও করে আগুন জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ফিল্ম সিটির নিজস্ব দমকলের ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। আগুন নিয়ন্ত্রনে না আনতে পারায় খবর দেওয়া হয় মেদিনীপুরের দমকল অফিসে। সেখান থেকেও একটি ইঞ্জিন আসে। তবে তার মধ্যেই পুড়ে ছায় হয়ে যায় এই ড্রাগন গেটটি।
মোট ৯০ টন লোহা দিয়ে তৈরি হয়েছিল এই গেট। রামোজি ফিল্ম সিটির আরকিটেকচার নীতিশ রায় এই গেটের ডিজাইন তৈ্রি করেন। শুধু এই ড্রাগন গেটটি তৈরি করতেই খরচ হয় প্রায় ১০ কোটি টাকা। উল্লেখ্য, দিন কয়েক ধরেই এই গেট থেকে জনাকয়েক দুস্কৃতি লোহা চুরি করছিল বলে অভিযোগ। যার জেরে সেই সমস্ত দুস্কৃতিদের সাথে ফিল্ম সিটি কর্তৃপক্ষের ঝামেলা হয়। এই ঘটনা তারই জের কিনা ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। ঘটনা নিয়ে স্থানীয় থানায় অভিযোগ করার কথা ভাবা হিচ্ছে বলে জানা গিয়েছে। এই নিয়ে এই ফিল্ম সিটি দুবার আগুন লাগার ঘটনা ঘটলো।