ভোট আসে ভোট যায় তবুও উত্তর দিনাজপুর জেলার ভারত বাং লাদেশ সীমান্তবর্তী গ্রাম মনহরপুর ঢোকার তিন কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। এ পথ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। রাস্তার বেহাল দশার কারণে গ্রামের তরুণ-তরুণীদের বিয়ে ভেঙে যাচ্ছে। অন্য এলাকার আত্মীয়স্বজনেরাও গ্রাম দুটিতে বসবাসরত তাদের আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যায় না। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামে যোগাযোগ ব্যবস্থাও।
এই গ্রামের পাশেই একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে রাস্তা খারাপ হওয়ার ফলে এই এখানে আসার শিক্ষক-শিক্ষিকারা বহু সমস্যার মুখে পড়েন বহুবার লোকসভা ভোটের আগে জানানো হলেও এ রাস্তায় এখনো পর্যন্ত ঠিক হাইনি। কিন্তু রাস্তাটি চলাচলের অনুপযোগী। গ্রামের বাসিন্দা কমল সরকার জানান, রাস্তা খারাপ হওয়ার কারণে গ্রামের আজিজুল, লিটন, জুল হোসেন, লাল্টু, আরিফুলসহ বেশ কয়েকজন তরুণ-তরুণীর বিয়ে কয়েক দফায় ভেঙে গেছে। গ্রামে ঢোকার রাস্তাটি দিয়ে যানবাহন চলতে না পারায় তাঁদের বিয়ে ভেঙে যায়।