,ভাঙড়:শহীদবেদিতে ভাঙচুরের ঘটনাকে ঘিরে ফের উত্তেজনা তৈরি হল ভাঙড়ের পাওয়ারগ্রিড এলাকায়।জমি আন্দোলনের সময় সংঘর্ষে আলমগির,মহিজুল ও হাফিজুলরা নিহত হন।তাঁদের স্মৃতীর উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছিল তিনটি শহীদস্তম্ভ।অভিযোগ বুধবার রাতে অজ্ঞাত পরিচয় দুস্কৃতিরা শ্যামনগর এলাকার নির্মীয়মাণ বেদিতে ভাঙচুর চালায়।অন্যদুটি বেদি তৈরি হচ্ছে মাছিভাঙা ও কামারবাড়ী এলাকায়।
উল্লেখ আগামি ১৭ জানুয়ারি শহীদ দিবস পালন করবে জমি কমিটি।তার প্রস্তুতি হিসাবে দেওয়াল লিখন,পোস্টার সাঁটা ও পাড়ায় পাড়ায় মাইক প্রচার চালাচ্ছে কমিটি।এর মাঝখানে ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্ঠি হয়েছে।জমি কমিটির যুগ্ন সম্পাদক মির্জা হাসান বলেন,আসন্ন শহীদ দিবস পালনের আগে দুস্কৃতিরা এলাকায় অশান্তির পরিবেশ তৈরির উদ্দেশ্যে এই কান্ড ঘটিয়েছে।কিছু দিন আগে এলাকার উন্নয়ণে ঢিলেমির অভিযোগ এনে সাব স্টেশনের কাজে বধা দেয় গ্রামবাসীরা।প্রথমে স্থানীয় পঞ্চিয়েত ও পরে জেলা শাষকের কার্যালয়ে জমি কমিটির সঙ্গে প্রশাসনের বৈঠক হয়।সেখানে এলাকা উন্নয়ণের আশ্বাসে পুনরায় কাজ শুরু হয়।
ভাঙচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিশ।সেখানে দুস্কৃতিদের শাস্তির দাবীতে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা।পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।পুলিশ দুস্কৃতিদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।পাশাপাশি ১৭ তারিখ অবধি পুলিশের পক্ষ থেকে শহীদবেদি পাহারা দেবে পুলিশ।জমি কমিটির নেতা মোসারফ হোসেন বলেন,পুলিশ আমাদের অভয় দেওয়ার কারণে ও দুস্কৃতিদের শাস্তির প্রতিশ্রুতি দেওয়ায় আমারা পুলিশের উপর আস্থা রাখছি।