ডোমকলঃ ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। ধৃত ব্যাক্তির নাম হাসিবুল মোল্লা। সোমবার রাত্রে ডোমকল থানার এস আই হুমায়ুন কবির গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলের কুপিলা বিলপাড়া গ্রামের হাসিবুল মোল্লার বাড়িতে পুলিস দিয়ে তল্লাশি চালিয়ে ১টি মাস্কেট, ১টি পাইপগান এবং ৬রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে আত্মীয়ের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদের জেরে গত দুই বছর আগে ধৃত হাসিবুল সেখ এলাকার রাহিদুল সেখের কাছ থেকে ১২হাজার টাকা দিয়ে আগ্নেয়াস্ত্রটি কিনেছিল। ধৃতকে মঙ্গলবার আদালতে তোলা হয়।
ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক
বুধবার,০৯/০১/২০১৯
566
বাংলা এক্সপ্রেস---