মুর্শিদাবাদঃ শ্রমিক সংগঠনের ডাকা ২দিনের ধর্মঘটের দ্বিতীয় দিনে জেলায় তেমন কিছু প্রভাব পড়েনি। কিন্তু শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বেলা ১১টা নাগাদ একটি মিছিল বহরমপুর শহর পরিক্রমা করে এবং বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ৩৪নং জাতীয় সড়ক কিছুক্ষনের জন্য অবরোধ করে রাখে। বহরমপুর থানার পুলিস গিয়ে অবরোধ তুলে দেয়। বুধবার শহর তথা জেলার দোকান, বাজার, স্কুল অফিস আদালত প্রায় খোলাই রয়েছে। যদিও ব্যাঙ্ক, এ টি এম ব্যাবস্থা এবং ডাক পরিষেবা প্রায় বন্ধ রয়েছে। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তাদের দুই দিনের বন্ধ সফল হয়েছে। শাসক দল পুলিস নামিয়ে গুন্ডাগিরি করে এই বনধ ব্যর্থ করার চেষ্টা করছে। মানুষ আমাদের পাশে আছে। পুলিসের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ধর্মঘটের দ্বিতীয় দিনে মুর্শিদাবাদ জেলায় মিশ্র প্রভাব
বুধবার,০৯/০১/২০১৯
540
বাংলা এক্সপ্রেস---