হাওড়া: বামপন্থীদের ডাকা সারা দেশব্যাপী ৪৮ ঘন্টা বনধ্ -এ হাওড়া গ্রামীণ এলাকায় প্রথম দিনে বেশ কিছুটা প্রভাব পড়লেও দ্বিতীয় দিন সকাল থেকে সাভাবিক দেখতে পাওয়া যায়। তবে অন্যান্য দিনের মতো রাস্তায় লোক সংখ্যা খুবই কম দেখতে পাওয়া যাচ্ছে। হাওড়া গ্রামীন এলাকার আমতা,বানান সহ বেশ কিছু জায়গায় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক ও এটিএম বন্ধ থাকার ছবি ধরা পড়েছে। দ্বিতীয় দিনে বাজার দোকান খোলা থাকলেও এটিএম বন্ধের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
দুই দিনের ধর্মঘটে এটিএম দূর্ভোগ
বুধবার,০৯/০১/২০১৯
458
আক্তারুল খাঁন---