পশ্চিম মেদিনীপুর: মাঝে দুদিন তারই মধ্যেইই ফের আবার চুরির ঘটনা ঘটলো চন্দ্রকোনার ধামকুড়িয়ার। যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ধামুকুড়িয়া থেকে কিছুটা দুরে চন্দ্রকোনার পৌরসভার ৩ নং ওয়ার্ড এর পুরুষোত্তমপুর টাউন ক্লাবের সামনের একটি নতুন সোনা দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। নিউ পাল শিল্পালয় নামে একটি সোনার দোকানের তালা ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকার গহনা নিয়ে পালায় চোরেরা। সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে দেখে মেন গেটের তালা ভাঙ্গা এবং অনেক গহনা লোপাট হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
সোনার দোকানে চুরি, এলাকায় চাঞ্চল্য
বুধবার,০৯/০১/২০১৯
497
কার্ত্তিক গুহ---