কলকাতা: কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। ফিরহাদ পেয়েছেন ১৬৫৬৪, বিজেপি পেল মাত্র ২৫৭৭, সিপি আই পেল ১৭১৭, কংগ্রেস পেল ৫৩৭ ভোট। বিজেপির ভোট কমল আগের চেয়ে। আগে বিজেপি ভোট পেয়েছিল ৪৯০০ ভোট, এবার ২৫৭৭ । আগে তৃণমূলের মার্জিন ছিল ১২ হাজার, এবার হল ১৩ ৯৮৭। প্রদত্ত ভোটের ৮১ শতাংশ পেয়ে জিতলেন ববি হাকিম। এই জয়ের পর বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মী- সমর্থকরা। শুরু হয়ে যায় সবুজ আবিরের ঝড়।
বিরাট জয় ফিরহাদের
বুধবার,০৯/০১/২০১৯
672
বাংলা এক্সপ্রেস---